fbpx
হোম আন্তর্জাতিক করোনা নিয়ে জাস্টিন ট্রুডোর অসাধারণ ভাষণ ভাইরাল
করোনা নিয়ে জাস্টিন ট্রুডোর অসাধারণ ভাষণ ভাইরাল

করোনা নিয়ে জাস্টিন ট্রুডোর অসাধারণ ভাষণ ভাইরাল

0

করোনা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জাতির উদ্দেশে দেয়া ভাষন বাংলায় হুবহু তুলে ধরা হলো …

“প্রিয় কানাডাবাসী ৷

আমি জানি আজ সবাই কঠিন সময় পার করছেন ৷ আশা করি এই বিপদ আমরা কাটিয়ে উঠবো তবে সেই জন্য আপনাদের সাহায্য আমার দরকার।

আপনাদের জন্য আমি আজ প্রধানমন্ত্রী, জনগনের সেবা ও নিরাপত্তা দেয়া আমার প্রধান কাজ, আমি চাইলে নিজে ঘরে বন্দি থাকতে পারতাম, তবুও রিক্স নিয়ে আপনাদের খোজ খবর নিচ্ছি, বের হচ্ছি । কারন আপনারাই আমার অক্সিজেন । আপনারা সুস্থ থাকলেই আমি সুস্থ। আপনাদের থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে কিছুই নেই ।

আপনাদের কাছে অনুরোধ আপনার ১ মাস নিজ বাসায় অবস্থান করুন । শুধুমাত্র মেডিসিন+ প্রয়োজনীয় খাবার+ পানীয় দোকান গুলো খোলা রাখবেন ৷ তবুও সরকারের পক্ষ থেকে প্রতিটি নাগরিকের বাসায় ১ মাসের যাবতীয় সব ধরনের খাবার পানি মেডিসিন মাস্ক আমরা পৌছে দিচ্ছি । তাছাড়া আপনাদের যখন যা লাগে আপনাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের বাসায় সব কিছু পৌছে দেয়া হবে । তবুও বের হবেন না ।

ভয় নেই কাউকে অনাহারে মরতে হবে না । আপনারা নিজ বাসায় অবস্থান করুন ৷ সচেতন থাকুন । আপাতত আমাদের দেশ লক ডাউন করে দিচ্ছি । পরিস্থিতি ঠিক হলে আবার খুলে দিব । আমার উপর আপনারা আস্থা রাখুন ।

আপনারা যারা অফিস আদালত কিংবা অন্য প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত ছিলেন, আপনাদের কারো কাজে যেতে হবে না । সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস কারখানা বন্ধ ঘোষনা করলাম ।
ভয় নেই, আপনাদের সবার একাউন্টে আপনাদের মাসিক বেতনের টাকা পৌছে যাবে । শুধু তাই নয় আপনারা যারা বাসা ভাড়া নিয়ে বসবাস করেন, সেই ভাড়াও সরকার বহন করবেন । এসব নিয়ে একটুও চিন্তিত হবার কারন নেই । আপনাদের ভালো রাখাই আমার কাজ । যারা সরকারের নিয়ম মানবে তাদের এক কালিন অতিরিক্ত অর্থ পুরস্কার দেয়া হবে ।

করোনা আজ পুরো দুনিয়ার এক আতংকের নাম । আপনাদের সবার সহযোগিতা দরকার । আপনার কেউ ঘর থেকে বের হবেন না । বাসায় থাকুন এবং সচেতনতার সাথে থাকুন । আশা করি শীঘ্রই আমরা এই সংকট কাটিয়ে উঠবো । এই জন্য প্লিজ আপনারা আমাকে সহযোগিতা করুন । ধন্যবাদ ।”

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *