fbpx
হোম করোনা করোনা নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী
করোনা নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী

0

করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণ হয়নি, সেসব দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই দেশের উন্নয়ন থেমে গেছে, জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো আছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সূচক ৫ শতাংশ বেশি রয়েছে।

তিনি আরো বলেন, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, করোনায় অনেক দেশের প্রায় ২০০ কোটি মানুষ আগামী বছরে খাদ্য সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।

ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক (ডিসি) এম এম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মমতাজ বেগম এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *