fbpx
হোম আন্তর্জাতিক বিশ্বে করোনাভাইরাসে ১৬ লাখ ৯১ হাজারের বেশি মানুষের মৃত্যু
বিশ্বে করোনাভাইরাসে ১৬ লাখ ৯১ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে ১৬ লাখ ৯১ হাজারের বেশি মানুষের মৃত্যু

0

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ১৬ লাখ ৯১ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ৯৯ জন। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৯৪ জন।

রোববার (২০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণের পর মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ৩ লাখ ২৩ হাজার ৪০১ জন। মোট সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৪৪৫ জন।

ওয়ার্ল্ডোমিটারে করোনা সংক্রমণের পর মৃত্যুর দ্বিতীয় তালিকায় রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন। মোট সংক্রমণের সংখ্যা ৭২ লাখ ১৩ হাজার ১৫৫ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৬২ লাখ ২২ হাজার ৭৬৪ জন।

করোনায় মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৫১৩ জন। আর সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩১ হাজার ৬৫৯ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৭৯ হাজার ৬৮১ জন।

করোনায় মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৮৭৬ জন। মোট সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ১৩ হাজার ৬৭৫ জন। আর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭১ হাজার ১১৫ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ৬৭ হাজার ৭৫ জন। আর মোট সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৪ হাজার ২১৯ জন।

এছাড়া সংক্রমণের পর মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, রাশিয়া।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *