fbpx
হোম আন্তর্জাতিক করোনা আবারও ভয়াবহ হয়ে উঠলো যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে
করোনা আবারও ভয়াবহ হয়ে উঠলো যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে

করোনা আবারও ভয়াবহ হয়ে উঠলো যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে

0

ফের করোনায় শীর্ষ দেশের তালিকায় চলে এসেছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪৭ হাজার ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ দাঁড়াল ২৫ লাখ ৫২ হাজার ৭০৮ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৫৮ জন। মোট মারা গেল এক লাখ ২৭ হাজার ৬৩৫ জন।

এর আগে গত কয়েকদিন ধরে প্রতিদিনই ৪০ হাজারের বেশি নতুন সংক্রমণ দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।সেখানে ৪৬ হাজার ৯০৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৮০ হাজার ৫৪ জন এবং মোট মারা গেছে ৫৬ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে হাজারের অধিক।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন যে, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে অন্তত দুই কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

মোট সংক্রমণের দিক দিয়ে তিন নম্বরে অবস্থান করছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২০ হাজার ৭৯৪ জন।

এদিকে করোনায় বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা কোটি ছুঁইছুঁই। এ পর্যন্ত বিশ্বে ৯৮ লাখ ৯৮ হাজার ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে চার লাখ ৯৬ হাজার ৭২ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *