fbpx
হোম আন্তর্জাতিক করোনায় স্পেনের রাজকুমারী মারিয়ার মৃত্যু
করোনায় স্পেনের রাজকুমারী মারিয়ার মৃত্যু

করোনায় স্পেনের রাজকুমারী মারিয়ার মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার মৃত্যুবরণ করেছেন। এতে রাজপরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নোভেল করোনাভাইরাস সংক্রমণে প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেলো।

৮৬ বছর বয়স্ক মারিয়া টেরেসোর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকে তারা জানান, মারিয়া টেরেসার শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর শুক্রবার প্যারিসে তার মৃত্যু হয়েছে। ওইদিনই মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রিন্স হাভিয়ার ও ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া টেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন। ব্রিটেনের প্রিন্স চার্লসও সম্প্রতি নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথকেও রাখা হয়েছে সতর্ক অবস্থায়।

Like
Like Love Haha Wow Sad Angry
46

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *