fbpx
হোম অন্যান্য করোনায় সিগারেট বিক্রির নির্দেশনা প্রত্যাহারের দাবি
করোনায় সিগারেট বিক্রির নির্দেশনা প্রত্যাহারের দাবি

করোনায় সিগারেট বিক্রির নির্দেশনা প্রত্যাহারের দাবি

0

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে করোনা মোকাবিলায় সিগারেট বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা চেয়েছে বাংলাদেশ ক্যানসার সোসাইটি, বিসিসিপি, এসিডি, ইপসা, এইড ফাউন্ডেশন, বাংলাদেশ তামাকবিরোধী জোট, বিএনটিটিপি, বিটা, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, নাটাব, প্রত্যাশা, টিসিআরসি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশনসহ বেশ কয়েকটি তামাকবিরোধী সংগঠন।

বাংলাদেশে বহুজাতিক তামাক কোম্পানিকে সিগারেট উৎপাদন, বিপণন ও তামাক পাতা ক্রয় অব্যাহত রাখার সুযোগ দিয়ে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা প্রত্যাহার চেয়েছে এই সংগঠনগুলো।

বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে তুলে ধরে বলেছেন, ধূমপানের কারণে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। এই সতর্কতা আমলে নিয়ে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সিগারেট বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশে শিল্প মন্ত্রণালয় গত ৩ ও ৫ এপ্রিল দুটি বহুজাতিক তামাক কোম্পানিকে (সংযুক্ত) সিগারেট উৎপাদন, বিপণন ও তামাক পাতা ক্রয় অব্যাহত রাখার নির্দেশনা দিয়ে সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর চিঠি প্রদান করেছে। এ অবস্থায় শিল্প মন্ত্রণালয়ের এই জনস্বাস্থ্যবিরোধী পদক্ষেপ জনমনে হতাশা সৃষ্টি করবে।

এদিকে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের এই নির্দেশনা প্রত্যাহার করে করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিগারেট বিক্রয়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।

Like
Like Love Haha Wow Sad Angry
15

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *