fbpx
হোম অন্যান্য ‘করোনায় মরতাম না তার আগেই না খাইয়া মইরা যামু’
‘করোনায় মরতাম না তার আগেই না খাইয়া মইরা যামু’

‘করোনায় মরতাম না তার আগেই না খাইয়া মইরা যামু’

0

ত্রাণের জন্য বিক্ষোভ নয়, এ যেনো বাঁচার জন্য দু’মুঠো খাবার পাওয়ার যুদ্ধে লিপ্ত খেটে খাওয়া সাধারণ মানুষ। এমন খবর হয়ত বাংলাদেশে এর আগে ঘটেনি। করোনা ভাইরাসের সময় বাংলাদেশের সাধারণ মানুষের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এই অবস্থা বিরাজ করছে।

নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যে ত্রাণের জন্য বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষ। অভিযোগ আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়ার পরও ত্রাণভোগীর তালিকা থেকে বাদ পড়েছে তাদের নাম।

বুধবার সকাল থেকে কাশীপুর ছোট আমবাগান এলাকায় এ বিক্ষোভ করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে সামাজিক দূরত্ব না মেনে কয়েকশ এলাকাবাসী এক হয়ে বিক্ষোভ করেন।

জানা যায়, গত কয়েকদিন ধরেই খাদ্য সংকট এখানকার মানুষদের। আয় নেই খাবারও নেই। এর মধ্যে স্থানীয় মেম্বার ও জনপ্রতিনিধিদের নাম করে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়েছে ত্রাণ দেওয়া হবে বলে।

বুধবার সকালে সেটি ফিরিয়ে দেওয়া হলেও ত্রাণ দেওয়া হয়নি। তাই বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সফুরা বিবি জানান ‘আমাদের তো ঘরে দুদিন ধরে খাবার নেই। খালি শুনি পুরা নারায়ণগঞ্জে নাকি খাবার দিতাসে কিন্তু আমাদের এখানে তো কেউই খাবার দেয় না। কিসের দূরে দূরে থাকমু আমরা তো করোনায় মরতাম না তার আগেই না খাইয়া মইরা যামু। আইডি কার্ডের ফটোকপি নিসিলো আজকে আবার দিয়া গেসে কিন্তু খাবার তো দিলোনা।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এরকম ঘটনা ছোট আমবাগান এলাকায় ঘটেছে বলে শুনেছি। এটি পরিকল্পিত স্থানীয় কয়েকজনের ইন্ধনে হয়েছে বলে শুনেছি। আমাদের টিম পাঠানো হয়েছিল, তারা ঘটনাস্থলে এমন কিছু পায়নি।

Like
Like Love Haha Wow Sad Angry
38

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *