fbpx
হোম অন্যান্য করোনায় প্রাণ গেলো জমজ দুই বোনের
করোনায় প্রাণ গেলো জমজ দুই বোনের

করোনায় প্রাণ গেলো জমজ দুই বোনের

0

আমরা জন্মেছি একসঙ্গে, মারাও যাব একসঙ্গে। কাকতালীয়ভাবে হলোও তাই। প্রাণঘাতী করোনা ভাইরাসে তাদের মৃত্যুও হলো প্রায় একই সঙ্গে। তাদের আরেক বোন জো এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে।

এমা ও কেটি তারা দুই বোন। দুজনেই নার্স । ব্রিটেনের সাউদাম্পটন হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার ভোরে এমা (৩৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তিনদিন আগে মঙ্গলবার তার জমজ বোন কেটি ডেভিডও একই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তাদের মধ্যে অদ্ভূত মিল ছিল বলেও তিনি জানান। একজন অসুস্থ হলে আরেকজনও অসুস্থ হয়ে পড়তেন। বোনদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত জো আরও বলেন, তারা যে কতটা ব্যতিক্রমী ছিল, তা বলে বোঝানো যাবে না।

তারা সব সময় মানুষকে সাহায্য করতো, এমনকি তারা যখন ছোট ছিল তখন তারা চিকিৎসক সেজে তাদের পুতুলকে চিকিৎসা সেবা দেয়ার খেলা খেলতো। কর্ম জীবনেও তারা নার্স হয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেন। যে হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় তারা মারা যান, সেই হাসপাতালেই তারা নার্সের চাকরি করতেন।

সাউদাম্পটন হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের প্রধান পল বলেন, শুনতে গল্পের মতো শোনালেও এ কথা সত্য, কেটি এবং এমা তাদের চাকুরীকে ঠিক কাজ মনে করতেন না। তাদের কাছে এটা ছিল মানবসেবা। আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। হাসপাতালের রোগীরাও তাদের জন্য শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *