fbpx
হোম আন্তর্জাতিক করোনায় প্রতি আড়াই মিনিটে এক জনের মৃত্যু
করোনায় প্রতি আড়াই মিনিটে এক জনের মৃত্যু

করোনায় প্রতি আড়াই মিনিটে এক জনের মৃত্যু

0

গোটা আমেরিকার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। প্রতি মুহূর্তেই মৃত্যুর চিত্র ঊর্ধ্বমুখী হচ্ছে । ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ২৯৩৫ জনের। গত ২ থেকে ৩ এপ্রিলে ২৪ ঘণ্টার মধ্যে ৫৬২ জন করোনা  আক্রান্তে মৃত্যু হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ।

এদিকে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানিয়েছেন, ওই সময়ের মধ্যে প্রতি আড়াই মিনিটে মৃত্যু হয়েছে  এক জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা আমেরিকায় মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের। তার মধ্যে ২৯৩৫ জনই নিউ ইয়র্কের। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গোটা আমেরিকায় আক্রান্তের প্রায় অর্ধেক সংখ্যা উঠে এসেছে এই নিউইয়র্ক থেকেই। আমেরিকায় এই মুহূর্তে আক্রান্ত ২ লক্ষ ৭৮ হাজার। সেখানে নিউইয়র্কের আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৮৬৩।

এমন পরিস্থিতিতে চিকিত্সা সরঞ্জামের সংকট নিউইয়র্ক আরও সঙ্কটময় অবস্থায় পড়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুয়োমো। তিনি বলেন, অত্যন্ত সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *