fbpx
হোম বিনোদন করোনায় গরীবের দুঃখ ঘোচাতে রুবেলের তাক লাগানো ফর্মুলা
করোনায় গরীবের দুঃখ ঘোচাতে রুবেলের তাক লাগানো ফর্মুলা

করোনায় গরীবের দুঃখ ঘোচাতে রুবেলের তাক লাগানো ফর্মুলা

0

করোনা ভাইরাসে যারা লকডাউন মানছেনা কিংবা সচেতন হচ্ছেনা, ১০ কোটি মানুষকে বাঁচানোর জন্য প্রয়োজনে এরকম ৫০ হাজার লোকের হাত পা ভেঙ্গে দেয়া উচিত বলে আমি মনে করি।

চেঞ্জ টিভি’র একান্ত ফোনালাপে এক প্রশ্নের জবাবে বাংলাদেশে জনপ্রিয় এ্যাকশন হিরো রুবেল এমন মন্তব্য করেন।

বলেন, দেশের এই পরিস্থিতিতে যারা এখনো লকডাউন মানছে না, ১০ কোটি মানুষের স্বার্থে কিংবা দেশের স্বার্থে প্রয়োজনে ৫০ হাজার লোকের হাত পা ভেঙ্গে দেয়া উচিত।

সাধারণ মানুষত পেটের তাড়নায় ঘর থেকে বের হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মুহুর্তে সবাই সাধারণ। একান্তই যারা অস্বচ্ছল তাদের জন্য একটি মিরাকল ফর্মুলা আমাকে মুগ্ধ করেছে। সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দেখে আমি অভিভূত হয়েছি। আমি বলবো, যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে খাদ্য সংকট দুর করার জন্য, সেখানে ১০ কোটি মানুষের মধ্যে ৫ কোটি মানুষকে ৫০ লক্ষ করে টাকা দিয়ে দেয়া হোক, তাহলে কিন্তু আর এই সমস্যা থাকছেনা।

শুধু প্রণোদনা ঘোষণা না দিয়ে বরং ওটা গরীবদের দিয়ে দেন তাহলে আর গরীব থাকছেনা বলেও তিনি মত দেন। বলেন, সরকার অনেক করছে করোনা মোকাবিলায় কিন্তু আমার এই ফর্মুলাটি অনেক ভালো লেগেছে। এটি করা দরকার বলেও দাবি জানান এই চিত্রনায়ক।

এছাড়াও তিনি একদিকে লকডাউন খুলে দিয়ে অন্যদিকে শপিং মল খোলার নির্দেশনায় অনেক ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, হয়ত কৌশলে প্রধানমন্ত্রীকে কেউ শিখিয়ে, তাকে অন্যভাবে বুঝিয়ে এই অবস্থার তৈরী করেছে। তবে এর ফল বাংলাদেশের জন্য ভয়াবহ বলে গভীর আশঙ্কা প্রকাশ করেন চিত্রনায়ক রুবেল।
বিস্তারিত…https://youtu.be/l8xd0GgnJuk

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *