fbpx
হোম অন্যান্য প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ধামরাই পৌরবাসী
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ধামরাই পৌরবাসী

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ধামরাই পৌরবাসী

0

ধামরাইয়ে পৌর এলাকায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য বেনজির আহমেদ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় ৫ হাজার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রার সভাপতি, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ।

করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকেই সমাজের মধ্যবিত্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র ক্ষুধার্ত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ উদ্দেগ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন সংসদ সদস্য বেনজির আহমেদ।

পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে এই বিশেষ খাদ্য প্যাকেটে খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে ছোলা, ডাবরি, ডাল, তেল, দুধ, বেশন, চিড়া, মুড়ি, খেজুর, চিনি ইত্যাদি।
করোনার দুর্যোগে অবহেলিত সুবিধা বঞ্চিত ধামরাই পৌরসভার প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পরেন মধ্যবিত্ত ও দারিদ্র্য পরিবার গুলো।
শিল্পাঞ্চল ঘোষিত এ উপজেলার জনসংখ্যা তুলনা মূলক বেশী হলেও সরকারী বরাদ্দ এবং নিজস্ব অর্থায়নের বরাদ্দ বেশি পরিমাণে দেয়া হচ্ছে । তাই প্রধানমন্ত্রী বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বানে সারা দিয়ে নিজ উদ্দেগ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অনেকেই ।

এরিমধ্য অসহায়, দুস্থ, হতদরিদ্র এবং পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক ও কর্মহীন দিনমজুরদের মাঝে কয়েকধাপে মাননীয় সংসদ সদস্য ও পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগ এবং বায়রার সভাপতি বেনজির আহমেদ, পৌর মেয়র গোলাম কবীর মোল্লা, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা আওয়ামিলীগ এর সহ- সভাপতি এড,আবুল কাসেম রতন,উপজেলা আওয়ামি লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাংসদের পিএস বিল্লাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহাসহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *