fbpx
হোম আন্তর্জাতিক করোনাভাইরাস: হংকং-এর বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ
করোনাভাইরাস: হংকং-এর বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ

করোনাভাইরাস: হংকং-এর বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ

0

হংকং-এর বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। হংকং চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রাণঘাতি করোনাভাইরাস এড়াতেই  এমন পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এই পরামর্শ দেন।

হংকং-এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে জানিয়েছেন

ক্যারি ল্যাম বলেছেন, সামাজিক দূরত্ব বাড়ানোর অংশ হিসেবে আমরা লোকজনকে যতটা সম্ভব বাড়িতে থাকার অনুরোধ করছি। তবে এই মুহূর্তে আমরা এটি বাধ্যতামূলক করছি না। কেননা, হংকং-এর সমাজ ব্যবস্থা উন্মুক্ত।

এদিকে, ইতোমধ্যে হংকং-এর বিভিন্ন স্থানে রেস্টুরেন্ট ও শপিং মলগুলো বন্ধ রয়েছে। অনেকে ঘরে বসে কাজ করছে। স্কুলগুলো বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর ৪২ হাজারেরও বেশি মানুষের শরীরে এ ভাইরাস সংক্রমণের কথা নিশ্চিত করেছেন কর্মকর্তারা।  হাসপাতালগুলোতে এখনও ভর্তি রয়েছেন আক্রান্ত বহু রোগী।

সূত্র : আল-জাজিরা

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *