fbpx
হোম ক্রীড়া করোনায় খেলা বন্ধ, রেগে গেলেন মমতা
করোনায় খেলা বন্ধ, রেগে গেলেন মমতা

করোনায় খেলা বন্ধ, রেগে গেলেন মমতা

0

ভারত-দক্ষিণ আফ্রিকা মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। এর পরপরই করোনা ভাইরাস আতঙ্ক ভর করে সারা ভারতে।

ফলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্ত সর্বজনগৃহীত হয়।

কিন্তু এটি মানতে পারছেন না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে বা কলকাতার প্রশাসনকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নেয়ায় বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির ওপর চটেছেন মমতা। এ সিরিজের শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে, আগামী ১৮ তারিখে।

করোনা আতঙ্কে সিরিজ বাতিল করা হয়েছে, ফলে কলকাতায় খেলাটি হবে না। তবে খেলা না হওয়া নিয়ে কোনো সমস্যা বা মাথাব্যথা নেই মমতার। তিনি রেগেছেন মূলত পুরোপুরি এককভাবে এ সিদ্ধান্ত নেয়ার কারণে। তার মতে, অন্তত কলকাতার পুলিশকে হলেও জানানোর দরকার ছিল এ ব্যাপারে।

ভারতীয় সংবাদমাধ্যমে মমতা বলেন, সৌরভের সবকিছুই ঠিক আছে। কিন্তু তাদের তো উচিৎ ছিলো আমাদেরও এ ব্যাপারে জানানো। এটুকুই তো, এর বেশি কিছু না। যেহেতু একটা ম্যাচ কলকাতায়ও ছিলো। তাই অন্তত কলকাতা পুলিশকে তো এ ব্যাপারে অবহিত করা দরকার ছিলো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *