fbpx
হোম অন্যান্য কবুতরের পালক দিয়ে তৈরী হলো রোবট
কবুতরের পালক দিয়ে তৈরী হলো রোবট

কবুতরের পালক দিয়ে তৈরী হলো রোবট

0

কবুতরের ডানা নিয়ে নতুন এক গবেষণা ব্যবহার করে সহজ একটি নকশা করেছে বিজ্ঞানীরা। ইঞ্জিনিয়ারদের সেই জ্ঞান একটি দ্রুতগামী ফ্লায়িং মেশিনে প্রয়োগ করার সুযোগও দিয়েছে।

যেসব বিজ্ঞানীরা পাখিদের ওড়ার কলাকৌশল বোঝার চেষ্টা করছিল, তারাই পিজনবোট তৈরী করেছেন। পিজনবোট হলো ৪০টি কবুতরের পালক ও অন্যান্য যন্ত্র দিয়ে তৈরী একটি রোবট। গবেষকরা আশা করছেন, যারা পাখি নিয়ে গবেষণা করছে তাদের ছাড়াও যারা ফ্লায়িং মেশিন তৈরী করছে, পিজনবোট তাদের অনুপ্রেরণা দেবে।

তবে শেষ পর্যন্ত রোবটটি উড়তে দেখে তার নির্মাতারা স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন। নির্মাতাদের মধ্যে চ্যাং নামের একজন বলেন, আমার মনে আছে প্রথম দিন যখন এটা উড়ল এবং তারপর সফলভাবে মাটিতে অবতরণ করল, এটার সব টুকরো একদম পুরোপুরি একসাথে ছিল। আমি মাটিতে বসে পড়েছিলাম তখন। আমার জন্য সেই অনুভূতিটা ‘ওহ মাই গড! এটা আসলেই কাজ করেছে! আমি এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *