fbpx
হোম অন্যান্য কক্সবাজার সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরম পর্যায়
কক্সবাজার সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরম পর্যায়

কক্সবাজার সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরম পর্যায়

0

‘স্বনামধন্য কক্সবাজার সড়কে এখন ভালো মানুষ চলাচল করলেও এমনিতেই রোগী হয়ে যাবে। সড়কজুড়ে অসংখ্য গর্ত। গাড়ি চলে হেলে-দুলে। কিছু স্থানে গাড়ি থেকে নেমে হাঁটতে হয় যাত্রীদের। এর মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো দুর্ভোগের সীমাই থাকে না। এমন দুরাবস্থা যেন দেখারও কেউ নেই।’

কথাগুলো আক্ষেপের সঙ্গে জানালেন কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা মোতাহেরা হক মিতু। কক্সবাজারের বাস টার্মিনাল থেকে হলিডে মোড় পর্যন্ত একমাত্র সড়কের এ দুরাবস্থা। এই গুরুত্বপূর্ন ব্যস্ততম সড়কের সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত হয়ে আছে। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও পথচারীদের। আবার সেখানে আসছে এই পর্যটন মৌসুমে হাজার হাজার পর্যটক। শহরের এই সড়ক দিয়ে যে পর্যটক একবার আসবে সেই পর্যটক আর কখনো কক্সবাজার আসবেনা বলেও ইচ্ছে পোষন করছে।

বাজারঘাটার ব্যবসায়ী জিয়া, কলেজ ছাত্র নাহিয়ান ও নয়ন জানান, সড়কটি নিয়ে কারো মাথাব্যথা নেই। যত ভোগান্তি শিক্ষার্থী ও আমজনতার। ভাঙ্গা সড়কের কারণে টমটমে সময় যেমন বেশি লাগে তেমনি বাড়তি ভাড়াও গুনতে হয়। শহরের বার্মিজ মার্কেটে আসা পর্যটক মেহেদী জানান, এই অভিশপ্ত কক্সবাজারে আর কোনদিন আসব না। প্রয়োজনে এই টাকায় দেশের বাহিরে যাব। কি কারন জানতে চাইলে তিনি ক্ষোভের সাথে বলেন, টমটমের এই শহরে ভাঙ্গা রাস্তায় পরিবারদের নিয়ে এসে চরম হয়রানী আর লজ্জিত হয়েছি।

কক্সবাজার উন্নয়ণ সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার বলেন, ‘সড়কটি দিয়ে লিংক রোড, বাস টার্মিনাল, আলির জাহাল, ছনখোলা-এসএমপাড়া, খুরুশকুল, পিএমখালীর প্রতিদিন অর্ধ লক্ষাধিক মানুষ উপজেলা শহরে চলাচল করে। অথচ সড়কটির অবস্থা খুবই নাজুক।’

জানা গেছে, বাস টার্মিনাল থেকে হলিডে মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক বেহাল। মাঝে মধ্যে লোক দেখানো কিছু কাজ করে গর্ত ভরাট করে পৌরসভা আর সড়ক বিভাগ। কিন্তু এই সড়কের কাজ করার দায়িত্ব কার সেই প্রশ্ন এখন সবার। মানুষের একটাই প্রশ্ন রাস্তার সংস্কার করার কেউ নেই ? আর কতদিন দুর্ভোগ পোহাতে হবে শহরবাসীকে? বিভিন্ন যানবাহন মালিক-চালকরা জানিয়েছেন, কক্সবাজারের শহর ও শহরতলীর প্রধান সড়ক ও উপ-সড়কের বেহাল দশা বিরাজ করছে। এতে করে একপ্রকার সড়কে গাড়ির কান্নায় বিভিন্ন যন্ত্রাংশ খারাপ হয়ে যাচ্ছে। আর প্রতিনিয়ত জনদুর্ভোগ তো আছেই। পৌর এলাকার প্রধান সড়কের কিছু কিছু অংশ ঠিক থাকলেও পুরো পৌরসভার অলি-গলি সড়ক উপ-সড়ক এখন খানা খন্দকে ভরপুর। সচেতন মহলের দাবি-কক্সবাজার শহর বিশ্বের কাছে একটি পর্যটন নগরী হিসেবে পরিচিত। তাই এখানকার সড়কের যে অবস্থা হয়েছে তা দেখে নিজেদের লজ্জিত মনে হচ্ছে। কোন কোন সড়ক দিয়ে চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *