fbpx
হোম আন্তর্জাতিক এরদোয়ানের সঙ্গে পুতিনের বৈঠক
এরদোয়ানের সঙ্গে পুতিনের বৈঠক

এরদোয়ানের সঙ্গে পুতিনের বৈঠক

0

ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১৪ সেপ্টেম্বর থেকে সেলফ আইসোলেশনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই কার্যক্রমের সমাপ্তি টানছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, আজ বুধবার পুতিনের আইসোলেশন শেষ দিন। এই দিনই সন্ধ্যার পর এরদোয়ানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আইসোলেশন থেকে বের হচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট।

পুতিনের সঙ্গে বৈঠকে যোগ ইতিমধ্যে রাশিয়ায় অবস্থান করছেন তুর্কি প্রেসিডেন্ট। দুই নেতার সংলাপে সিরিয়া ইস্যু প্রধান্য পাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ক্রেমলিন। পাশপাশি অন্যান্য ইস্যুতেও মত বিনিময় করবেন দুই নেতা।

জানা যায়, কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি শহরের একটি রিসোর্টে এই বৈঠক হবে।

চলতি বছর সেপ্টেম্বরের প্রথম দিকে অবকাশযাপনের জন্য সাইবেরিয়া গিয়েছিলেন পুতিন। সাইবেরিয়ায় ছুটি কাটানোর পর মস্কোতে কাজে ফেরার কয়েকদিনের মধ্যেই সেলফ আইসোলেশনে যেতে হয়েছে তাকে।

আইসোলেশনে থাকার সিদ্ধান্তের কারণে পুতিনকে নিরাপত্তা সম্মেলনের জন্য তাজিকিস্তান সফর বাতিল করতে হয়েছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *