fbpx
হোম রাজনীতি ‘এবি পার্টি’ নিয়ে ফোনালাপে গোলাম মাওলা রনি
‘এবি পার্টি’ নিয়ে ফোনালাপে গোলাম মাওলা রনি

‘এবি পার্টি’ নিয়ে ফোনালাপে গোলাম মাওলা রনি

0

পৃথিবীজুড়ে থেমে নেই করোনার থাবা। সারা পৃথিবীর ন্যয় আক্রান্ত আর প্রাণহানিতে বিপর্যস্ত এখন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশে নতুন এবি পার্টির উদ্ভবে নতুন করে করোনার মধ্যেই দলটিকে নিয়ে চলছে নানা আলোচনা। জামায়াত থেকে বহিস্কৃত নেতাদের সমন্ময়ে গঠিত এই দল নিয়ে বিশ্লেষণ করছেন অনেকেই।

চেঞ্জ টিভি’র প্রধান বার্তা সম্পাদক, আমিরুল মোমেনীন মানিক’র সঙ্গে একান্ত ফোনালাপে বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি নতুন এই দল প্রসঙ্গে বলেন, জামায়াত থেকে বহিস্কৃত নেতারা যে নতুন পার্টি গঠন করেছে, তাদের ভাষ্য অনুযায়ী জামায়াতের বড় বড় নেতারা যুক্ত রয়েছে তা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। ফলে এই দলে জামায়াতের যে একটা মিটিং বা ছিটিং তৈরী হবে এরকম মনে করার কোনো কারণ নেই।

আর সরকারও যদি এই কৌশল করে থাকে সেটিও অস্বাভাবিক কিছু নয়। কারণ সরকারের যে সকল লোকজন রয়েছে যারা রাজনৈতিক দল ভাঙ্গার সঙ্গে জড়িত তারা একেবারে অনভিজ্ঞ। আর জামায়াত ভাঙ্গার বেপারে সরকারে যে নেতৃত্ব দরকার সেটার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নতুন পার্টি গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কোন দল করে তা এখন দেখলে বোঝা যায়। নতুন দলটিতে জামায়াতের একটা তৃণমুল অংশ রয়েছে এবং শিবিরেরও একটা অংশ রয়েছে। বলা যায়, জামায়াতের প্রতি একটা ক্ষোভ থেকেই এই দল গঠিত হয়েছে। তবে জামায়াতকে সাধারণ মানুষ মনে করে
তারা কৌশল করে চলে সুতরাং নতুন এই দল মানুষের ভিতর আস্থা আর বিশ্বাস তৈরী করতে বেশ বেগ পেতে হবে।

এছাড়াও সাবেক এই সংসদ সদস্য নতুন দল নিয়ে তুলণামুলক যে বিশ্লেষণ করেছেন তা বিস্তারিত দেখুন ইউটিউব লিংকে…https://www.youtube.com/watch?v=z_tzrNt0hWE

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *