fbpx
হোম রাজনীতি এবি পার্টির বিক্ষোভ সমাবেশে যা বললেন বক্তারা
এবি পার্টির বিক্ষোভ সমাবেশে যা বললেন বক্তারা

এবি পার্টির বিক্ষোভ সমাবেশে যা বললেন বক্তারা

0

জনগণের সমর্থনবিহীন সরকার দুর্নীতি ও দূঃশাসনে ব্যস্ত। সরকারের মদদপুষ্ট কালোবাজারী সিন্ডিকেটই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী। জনগণকে সাথে নিয়ে এবি পার্টি এই অবৈধ সিন্ডিকেটের মুখোশ উম্মোচন করবে।

লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি ও স্বৈরতান্ত্রিক সরকারের দূঃশাশনের বিরুদ্ধে শনিবার বিকেল ৩ টায় বিক্ষোভ মিছিল করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিক্ষাভ মিছিল বিজয় নগরস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রমভবন চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।


দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ ও পথসভা সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল ও সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ এবি পার্টির আহ্বায়ক দলের যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সদস্য সচিব জননেতা মজিবুর রহমান মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে এএফএম সোলায়মান চৌধুরী বলেন রাতের আঁধারে যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তারা প্রতিনিয়ত আমাদের অধিকার হরন করে চলেছে। দ্রব্যমূল্য বাড়িয়ে নিরীহ জনগণের উপর শোষন চাপিয়ে দেয়া ক্ষমতাসীন আওয়ামীলীগের অতীত অভ্যাস উল্লেখ করে তিনি বলেন ৫৪ সালে ১ পয়সা কেজির লবন তাদের দুর্নীতির কারণে ১৬ টাকায় উপনীত হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমান সরকারের দুর্নীতি দূঃশাসনের জগদ্দল পাথর সরাতে হলে এদেশের মানুষ কে জেগে উঠতে হবে। গণজাগরণ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে এই গণবিরোধী সরকারকে বিদায় করা ছাড়া মানুষ তাদের অধিকার ফিরে পাবেনা।

বিশেষ অতিথির বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, জনগণের সমর্থনবিহীন সরকার দুর্নীতি ও দূঃশাসনে ব্যস্ত। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তাদের কোন মাথাব্যথা নাই। চাল, ডাল, তেলের আকাশছোঁয়া দাম বৃদ্ধি নিয়ে তারা চিন্তিত নয়, কারণ তারা দুর্নীতির টাকার পাহাড়ে বসে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস খাওয়ায় মত্ত হয়ে আছেন। তাদের পাচারকৃত টাকা বিদেশে ব্যাংকের ভল্টে জমা হচ্ছে। তিনি সরকারের মদদে কালোবাজারী সিন্ডিকেট কে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী করে বলেন, সরকার যদি এদের দমন না করে তাহলে জনগণ এদের মুখোশ উন্মোচন করতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ এবি পার্টির আহ্বায়ক এবিএম নাজমূল হক বলেন ৭৪ এর দুর্ভিক্ষের ধ্বনি আজ বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিধ্ধনিত হচ্ছে। জনগণকে সাথে নিয়ে এবি পার্টি রাজপথে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেবে ইন’শা আল্লাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, যুবনেতা ইলিয়াস আলী, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম নেতা আনোয়ার ফারুক, গাজী নাসির, নারীনেত্রী বেবী পাঠান, সুলতানা রাজিয়া, ছাত্রনেতা আল আমিন প্রিন্স, দক্ষিণের অন্যতম নেতা কেফায়েত হোসেন তানভীর, হাদি উজ্জামান, যুবনেতা তোফাজ্জল হোসেন রমিজ, মাসুদ জমাদ্দার রানা, জাভেদ ইকবাল, আমেনা বেগম সহ মহানগর উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *