fbpx
হোম আন্তর্জাতিক এবার মিয়ানমার জান্তা সরকারের নয়া কৌশল !
এবার মিয়ানমার জান্তা সরকারের নয়া কৌশল !

এবার মিয়ানমার জান্তা সরকারের নয়া কৌশল !

0

ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে সেই সমালোচনা বন্ধে ব্যর্থ হয়ে জান্তা সরকার এবার সমালোচকদের বিরুদ্ধে একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এএপিপি জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী উৎখাত করার পর থেকে এখন ৫৫০ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৪৬ হন শিশু। শুক্রবারও দুই বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে।

রাজপথে বড় বিক্ষোভ করতে না পারায় অনলাইনে বেড়েছে সেনা অভ্যুত্থানের বিরোধিতা। আর তা দমর করতে প্রথমেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। তাতেও সন্তুষ্ট না হয়ে শুক্রবার থেকে তারবিহীন ব্রডব্রান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মিয়ানমারের বেশিরভাগ মানুষই এখন ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন। তবে তাতেও থেমে নেই জান্তা সরকার।

অভ্যুত্থানের পর থেকে নিয়মিতভাবে ইয়াঙ্গুনের রাজপথে বিক্ষোভে শামিল থেকেছেন অভিনেত্রী পাইং ফিয়ো থু। তার স্বামী ও চলচ্চিত্র পরিচালক না গায়ীকে গত ফেব্রুয়ারি থেকেই খুঁজছে সেনা কর্তৃপক্ষ। গ্রেফতারি পরোয়ানা জারির পর অভিনেত্রী পাইং ফিয়ো থু কোথায় আছেন তা জানা যায়নি। তবে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *