fbpx
হোম বিনোদন এবার জায়েদ খানের নামে গরুর নামকরণ
এবার জায়েদ খানের নামে গরুর নামকরণ

এবার জায়েদ খানের নামে গরুর নামকরণ

0

আগামী রোববার পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশজুড়ে হাটবাজারে চলছে কুরবানির পশু বেচাকেনার ধুম। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে বড় আকারের গরুগুলোর বিভিন্ন নাম রাখা হয়।

এবার ঈদে আলোচিত হচ্ছে ‘হিরো আলম’এবং ‘জায়েদ খান’ নামে গরুর নামকরণ। এ বিষয় এবার কথা বললেন ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়ক ওমর সানী।

মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, পবিত্র কুরবানির গরুর নাম কারও নামের সঙ্গে মিলিয়ে নামকরণ ঠিক নয়। এটি ইসলামের সঙ্গে যায় না।

তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।

প্রসঙ্গত, ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে ‘বস’, ‘রাজা বাবু’, সাকিব খান, বাহুবলি ‘টাইগার বাবু’সহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া নিজের লালন-পালন করা একটি গরুর নাম রেখেছেন ‘জায়েদ খান’। ষাঁড় গরুটির ওজন ৬০০ কেজিরও বেশি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *