fbpx
হোম আন্তর্জাতিক এবার করোনার সব রেকর্ড ভেঙ্গেছে যুক্তরাষ্ট্র
এবার করোনার সব রেকর্ড ভেঙ্গেছে যুক্তরাষ্ট্র

এবার করোনার সব রেকর্ড ভেঙ্গেছে যুক্তরাষ্ট্র

0

মহামারি করোনা ভাইরাস আবার জেকে বসতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪০টিতেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে ৩৬টিতে করোনা টেস্টে পজিটিভ আসার হার বেড়েছে অনেক। তাতে ২৪ ঘণ্টায় বিশ্বে এর আগে আক্রান্তের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে ৫৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ে বাড়তে থাকায় শঙ্কা করা হচ্ছে বিভিন্ন রাজ্যের আইসিইউ বেডের সংকট দেখা দেওয়ার।

এর আগে গেল ১৯ জুন ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছিল। সেই রেকর্ড ভেঙে ২ জুলাই যুক্তরাষ্ট্রে আক্রান্ত হল ৫৭ হাজার ২৩৬ জন। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।

আক্রান্তের সংখ্যা রেকর্ড ছোঁয়ার দিনে ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, ‘আমি মনে করি, এটা আসলে নিশ্চিত যে আমরা সঠিক পথে নেই। আজকের আক্রান্তের সংখ্যা প্রমাণ করে আমরা অবনতির দিকে যাচ্ছি।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *