fbpx
হোম আন্তর্জাতিক এবার করোনার রহস্য উদঘাটন তদন্তে ৬১ দেশের সমর্থন
এবার করোনার রহস্য উদঘাটন তদন্তে ৬১ দেশের সমর্থন

এবার করোনার রহস্য উদঘাটন তদন্তে ৬১ দেশের সমর্থন

0

করোনা ভাইরাসের আসল আঁতুরঘর কোথায় ? কিভাবে এর উৎপত্তি ? এই বিষয়ে তদন্ত করতে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নকে সমর্থন জানায় বিশ্বের ৬১টি দেশ। তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতও।

করোনা নিয়ে একে অপরের দিকে দায় চাপিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত থেকেছে বেশ কয়েকটি দেশ। কিন্তু এই সব কিছুকে বাদ দিলেও প্রশ্ন তো থেকেই যাচ্ছে কোথা থেকে এল এই মারণ ভাইরাস ? তাই তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি এই মহামারি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিক্রিয়া সম্পর্কেও স্বতন্ত্র তদন্তের আহ্বান জানানো হয়েছে।

আজ শুরু হচ্ছে ৭৩তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেমব্লির (WHA) বৈঠক। সেখানেই এসব নিয়ে আলোচনা হবে। এই বৈঠকের অংশীদার হচ্ছে ভারতও।

প্রস্তাবে বলা হয়, যথাযথভাবে উপযুক্ত সময়ে এ নিয়ে তদন্ত শুরু করা দরকার এবং প্রয়োজনে সদস্য দেশগুলোর সঙ্গে পরামর্শ করুক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসের জেরে আন্তর্জাতিক স্বাস্থ্যে যে প্রভাব পড়েছে সেই অভিজ্ঞতা ও পর্যালোচনা খতিয়ে দেখতে হবে। এমনকি এই ভাইরাস রোধে কতটা নিরপেক্ষ, স্বতন্ত্র পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু প্রয়োজন।

তবে একথাও ঠিক যে এই তদন্তের বিষয়ে প্রস্তাব উঠলেও এখনও এ বিষয়ে চীন বা উহানের নাম করে কোন কিছু বলা হয়নি। যদিও মনে করা হয় যে চীনের উহান থেকেই এই করোনা ভাইরাস বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়তে শুরু করে এবং মহামারি রূপ নেয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *