fbpx
হোম আন্তর্জাতিক এবার আরাফাতের ময়দানে পবিত্র হজ্বের খুতবা দেবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল শাইখ
এবার আরাফাতের ময়দানে পবিত্র হজ্বের খুতবা দেবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল শাইখ

এবার আরাফাতের ময়দানে পবিত্র হজ্বের খুতবা দেবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল শাইখ

0

এবার আরাফাতের ময়দানে পবিত্র হজ্বের খুতবা দেবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ।

আগামী ৯ জিলহজ (১০ আগস্ট) শনিবার আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে খুতবা দেবেন তিনি।

সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ-শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখকে নিয়োগ দেন।

শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ সর্বোচ্চ উলামা বোর্ডের সদস্য এবং খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান শাইখ হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮১ সাল থেকে আরাফার ময়দানের খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন দৃষ্টিহীন ইমাম শাইখ আবদুল আজিজ। দীর্ঘ ৩৫ বছর পর তিনি বার্ধক্যজনিত কারণে অবসরে গিয়েছেন।

২০১৬ সালে প্রথমবারের মতো হজের খুতবা প্রদান করেন শাইখ আবদুর রহমান আস-সুদাইস। ২০১৮ সালে আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন বিচারপতি শাইখ হুসাইন ইবনে আবদুল আজিজ ইবনে হাসান।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *