fbpx
হোম অন্যান্য এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪২, আহত ৩৩১
এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪২, আহত ৩৩১

এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪২, আহত ৩৩১

0

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কগুলোতে ২০১টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৪২ জনের এবং আহত হয়েছেন ৩৩১ জন। সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে মোট ২৩৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১৭ জন এবং আহত হয়েছেন ৩৭০ জন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোববার (৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন। ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২০’ প্রকাশের সময় উপস্থিত ছিলেন বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ, এডিটরস ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমু, যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম মনিরুল হক, জিয়া প্রমুখ।

সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতি বছরের মতো এবারো প্রতিবেদনটি তৈরি করে। এতে বলা হয়, প্রতিবছর ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছে।

সংগঠিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মোট যানবাহনের ৩২.৫৮ শতাংশ মোটরসাইকেল, ১৯.৩৫ শতাংশ বাস, ১৯.৩৫ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরি,১০ শতাংশ ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক-ভ্যান-সাইকেল, ৮.০৬ শতাংশ অটোরিকশা, ৭.৭৪ শতাংশ কার-মাইক্রো-জিপ ও ২.৯০ শতাংশ নছিমন-করিমন-ট্রাক্টর-লেগুনা-মাহিন্দ্রা এসব দুর্ঘটনায় জড়িত ছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *