fbpx
হোম গণমাধ্যম একাত্তর টিভিকে আদালতে হাজিরের নির্দেশ
একাত্তর টিভিকে আদালতে হাজিরের নির্দেশ

একাত্তর টিভিকে আদালতে হাজিরের নির্দেশ

0

পলাতক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) বক্তব্য টকশোতে প্রচার করার বিষয়ে একাত্তর টিভি কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়েছেন হাইকোর্ট। বিদেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডির বিরুদ্ধে সাড়ে ৩  হাজার কোটি টাকা পাচার করার এই অভিযোগ আনা হয়।

আগামী ১৭ জানুয়ারি আদালতে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) এই আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে একাত্তর টিভি কর্তৃপক্ষ পিকে হালদারের সাক্ষাৎকারের সিডি হাইকোর্টে দাখিল করেন।

গত ৩০ ডিসেম্বর হাইকোর্ট পলাতক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) বেসরকারি একাত্তর টিভি চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারের ভিডিও সিডি তলব করেন হাইকোর্ট।

পিকে হালদারকে নিয়ে উচ্চ আদালতে সুয়োমোটো মামলা বিচারাধীন থাকায় তার সাক্ষাৎকারে আদালত অবমাননাকর কিছু আছে কি না, তা খতিয়ে দেখতে এবং পলাতক আসামির সাক্ষাৎকার প্রচার করা যায় কি না, সে বিষয়ে  আবেদন করে দুদক।

আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ২৮ ডিসেম্বর রাতে একজন পলাতক আসামির সাক্ষাৎকার প্রচার করা হয়। এ ছাড়া তাদের রাতের টকশোতেও ওই আসামিকে লাইভে এনেছিল। আমাকেও সংযুক্ত করেছিল। আমি তার কথা শুনে লাইভ থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি তো পলাতক আসামির সঙ্গে টকশো করতে পারি না। প্রথম কথা হলো, পিকে হালদার পলাতক, আর দ্বিতীয় হলো তার বিষয়ে এই আদালতে একটা সুয়োমোটো মামলা বিচারাধীন। এ অবস্থায় তার প্রচারিত সাক্ষাৎকারে কী আছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই আদালত সেই ভিডিও সাক্ষাৎকার তলব করে দেখতে পারেন।

পরে আদালতে পিকে হালদারসহ সব দণ্ডিত পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন এবং সাক্ষাৎকারের ভিডিও সিডি তলব করেন।

১৮ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত ১৯ নভেম্বর তাকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ওই আদেশ অনুসারে দুদক গত ২ ডিসেম্বর একটি প্রতিবেদন দাখিল করে দুদক। এরপর ৯ ডিসেম্বর পিকে হালদারের কাজিন পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক অমিতাভ অধিকারী এবং পিকে হালদারের সাবেক সহকর্মী ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জল কুমার নন্দীকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় পক্ষভুক্ত করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *