fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা এএসপি শিপন হত্যায় দোষীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
এএসপি শিপন হত্যায় দোষীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এএসপি শিপন হত্যায় দোষীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে হত্যার ঘটনায় তদন্তের পর দোষী সবাইকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে নিহতের বাবা ফইজ উদ্দিন আহমেদ আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত আটজন ও হাসপাতাল পরিচালনার সঙ্গে জড়িত তিনজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, তারা কীভাবে এই হাসপাতাল চালাচ্ছিল? এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে নেয়া হয়নি বলে আমি শুনেছি। তবে বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নই। তদন্তের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।

তিনি আরো বলেন, সিনিয়র এএসপি শিপন আগে থেকে একজন মানসিক রোগী বলে আমরা জানতে পেরেছি। তাই সব কিছু সঠিকভাবে জানার জন্য নিশ্চয়ই একটা তদন্ত হবে। সেই তদন্তের প্রতিবেদন আমাদের হাতে এলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে কোনো এক পর্যায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য মাইন্ড এইড হাসপাতালে নেয়া হয়েছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *