fbpx
হোম আন্তর্জাতিক উহান সফর করলেন চীনের প্রেসিডেন্ট
উহান সফর করলেন চীনের প্রেসিডেন্ট

উহান সফর করলেন চীনের প্রেসিডেন্ট

0
হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উহানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি। ১০ মার্চ সকালে তিনি উহানে পৌঁছান। সোমবার চীনে নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা এই যে, গত কয়েকদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।

এই সফরে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মকাণ্ড পরিদর্শন করবেন শি জিনপিং। একই সঙ্গে তিনি মেডিকেল কর্মী, সেনা কমান্ডার, কমিউনিটির সদস্য, জনসুরক্ষা কর্মকর্তা, স্বেচ্ছাসেবী, করোনায় আক্রান্ত রোগী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে যে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৭ জনই উহানের বাসিন্দা। বাকি দু’জনের একজন বেইজিংয়ের এবং অপরজন গুয়াংডং প্রদেশের।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে চীনে। সেখানে ৮০ হাজার ৭৫৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ১৩৬ জন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২৭ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *