fbpx
হোম রাজনীতি উন্নত দেশের কাছেও গুরুত্বপূর্ণ বাংলাদেশ: হানিফ
উন্নত দেশের কাছেও গুরুত্বপূর্ণ বাংলাদেশ: হানিফ

উন্নত দেশের কাছেও গুরুত্বপূর্ণ বাংলাদেশ: হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় গত ১৩ বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন-অগ্রগতি হয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে আত্মমর্যাদাশীল জাতি। উন্নত দেশের কাছেও এখন বাংলাদেশ গুরুত্বপূর্ণ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা অনেকদূর এগিয়েছি। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

বৃহস্পতিবার বিকালে ঢাকায় তার অফিসে যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, তৃণমূল পর্যন্ত দল গোছানো, ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ, বর্তমান সরকারের তিন বছরের উন্নয়ন, রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের এ নেতা।

মাহবুবউল আলম হানিফ বলেন, স্বাধীনতার ৫০ বছরের পথ চলায় আমাদের দেখতে হবে, কারা ক্ষমতায়, নেতৃত্বে ও দেশ পরিচালনায় ছিলেন। স্বাধীনতার পরে ৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পরে ১১ জানুয়ারি যাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধু যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশ ছিল যুদ্ধবিধ্বস্ত, পোড়ামাটির ভূখণ্ড। সেখান থেকে মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ পুনর্গঠনে কাজ করেছেন। ওই সময়ের মধ্যে তিনি সংবিধান প্রণয়ন করেন। প্রশাসন পুনর্বিন্যাস এবং সব বাহিনী গঠন করেন। একটি রাষ্ট্রীয় কাঠামোয় যতগুলো অঙ্গ থাকা দরকার সবই তিনি করে দিয়েছিলেন। সদ্য স্বাধীন দেশকে প্রায় ৭০টির মতো দেশ স্বীকৃতি দিয়েছিল।

মাহবুবউল আলম বলেন, মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে প্রাণ দিতে হয়েছিল। এরপর সব মিলিয়ে ৫০ বছরের মধ্যে ২৯ বছর বিএনপি-জামায়াতসহ অন্যরা ক্ষমতায় ছিল। যাদের পথচলা ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। বঙ্গবন্ধু যেখানে দেশকে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে এই ২৯ বছর রাষ্ট্র উলটো ধারায় চলেছে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হয়েছে। স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হয়েছে। এই সময়ে বাংলাদেশ কিন্তু খুব বেশি এগোতে পারেনি।

তিনি আরও বলেন, অনেক চড়াই উৎরাইয়ের পরে ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় আসেন। ২০০১ সালে আবার সেই বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। এরপর ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে। টানা ১৩ বছর ধরে ক্ষমতায়। আওয়ামী লীড় মূলত ২১ বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে। এই সময়ে দেশের উন্নয়ন-অগ্রগতির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। বিচারহীনতার সংস্কৃতি দূর করা হয়। এটা করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। এরপর একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরু হয়। অনেকের রায়ও কার্যকর করা হয়েছে।

দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ ছিল। সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। ২০০৮ সালে মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ ডলারের নিচে। ১৩ বছরে সেটা ২৫৫০ ডলার ছাড়িয়ে গেছে। ১৩ বছরে এটা তিনগুণ বেড়েছে। এর সঙ্গে আমাদের রিজার্ভ, রপ্তানি আয়, রেমিট্যান্স বেড়েছে উল্লেখ করার মতো। আমরা এখন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করতে পারি। এ ছাড়া কর্ণফুলী ট্যালেন, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। শিক্ষা ও বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আমরা সমুদ্র বিজয় করেছি। ১০০ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে যাতে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান হবে।

করোনা মোকাবিলায় সরকারের সফলতা ও ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলে মাহবুবউল আলম বলেন, করোনা মোকাবিলায় আমাদের সরকার যথেষ্ট সফল। ২০২০ সালে করোনা শুরু হওয়ার পরে সারাবিশ্বে মানবসভ্যতা বিপর্যস্ত হয়ে পড়ে। বলা যায় পৃথিবী অচল হয়ে গিয়েছিল। এর পর থেকে এখনো অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনো অনেক দেশ লকডাউন দিচ্ছে। অনেকে করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। আর্থিকভাবে অনেক দেশ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। করোনায় পৃথিবীতে প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। ২০ লাখের মতো মানুষ মারা গেছে। উন্নয়নশীল ও ঘনবসতির দেশ হয়েও সে তুলনায় বাংলাদেশের সংক্রমণ ও মৃত্যু কম। যদিও একটি মৃত্যুও কাম্য নয়। আমি মনে করি এটা সরকারের বড় সফলতা। সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে। করোনাকালে সরকারের পাশাপাশি দল হিসাবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। তিনি বলেন, সব মিলিয়ে গত তিন বছরে সরকার করোনা সংকট মোকাবিলার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার ক্ষেত্রেও যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *