fbpx
হোম আন্তর্জাতিক ইহুদিরা পতাকা মিছিল করলে রকেট হামলা হবে: হামাস
ইহুদিরা পতাকা মিছিল করলে রকেট হামলা হবে: হামাস

ইহুদিরা পতাকা মিছিল করলে রকেট হামলা হবে: হামাস

0

কট্টরপন্থি ইহুদিদের সতর্ক করে দিয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস বলেছে, জেরুজালেমে পতাকা মিছিল করলে আবারও ইসরাইলে রকেট হামলা শুরু হবে। হামাসের শীর্ষ নেতা মুসা আবু মারজুক ইসরাইলের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুশিয়ারি দেন। তিনি বলেন, মঙ্গলবার যদি কট্টরপন্থি ইহুদিরা জেরুজালেমে পতাকা মিছিলের নামে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে, তা হলে এর সমুচিত জবাব দেওয়া হবে।

ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকদের পতাকা মিছিলের দিন সব ফিলিস্তিনিকে মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে হামাস ও ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। খবর আরব নিউজের। হামাসের আহ্বানের পর ইসলামি জিহাদও আলাদা বিবৃতি দিয়ে সোমবার এ আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, পতাকা মিছিল আয়োজন উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। পশ্চিমতীর ও জেরুজালেমের সব ফিলিস্তিনিকে মসজিদুল আকসায় আসতে অনুরোধ করেছেন তারা।

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের পরনো শহরে মঙ্গলবার পতাকা মিছিলের আয়োজন করতে যাচ্ছেন ইহুদিবাদীরা। বায়তুল মুকাদ্দাসের ওল্ড সিটির দামেস্ক গেট ও ফিলিস্তিন মুসলিম-অধ্যুষিত বিভিন্ন এলাকার ভেতর দিয়ে এ মিছিল যাবে বলে কথা রয়েছে। এর মাধ্যমে মুসলমানদের অপমান করার চেষ্টা করছেন দখলদার ইহুদিবাদীরা।

হামাসও আলাদা এক বিবৃতিতে এ কর্মসূচি ঘিরে নতুন করে সহিংসতা শুরুর আশঙ্কা ব্যক্ত করেছে। একই সঙ্গে সবাইকে বায়তুল মুকাদ্দাসে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছে। গত বৃহস্পতিবার এ মিছিল করার ঘোষণা দিয়েছিল কয়েকটি ডানপন্থি ইসরাইলের উগ্র সংগঠন। তবে সেই সময় এ মিছিলের অনুমতি দেওয়া হয়নি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *