fbpx
হোম অন্যান্য ইসলামের সঠিক দাওয়াত সর্বক্ষেত্রে পৌঁছে দিতে হবে: গণপূর্ত মন্ত্রী
ইসলামের সঠিক দাওয়াত সর্বক্ষেত্রে পৌঁছে দিতে হবে: গণপূর্ত মন্ত্রী

ইসলামের সঠিক দাওয়াত সর্বক্ষেত্রে পৌঁছে দিতে হবে: গণপূর্ত মন্ত্রী

0
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, ইসলামের সঠিক দাওয়াত সর্বক্ষেত্রে পৌঁছে দিতে হবে যাতে কেউ বিভ্রান্ত হয়ে জঙ্গি সংগঠনের সাথে জড়িত না হয়।

তিনি বলেন, আইএস বা ইসলামিক স্টেট হচ্ছে ইসরাইল সৃষ্ট একটি সংগঠন। ইসলামের নামে তারা অরাজকতা সৃষ্টির মাধ্যমে সারা বিশ্বের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। এরা ইসলামের শত্রু। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক ও সন্ত্রাসবাদসহ সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও আলেম সমাজের করণীয় শীর্ষক এ সভায় মন্ত্রী আরও বলেন, ইসলাম কখনও অন্য কোনো ধর্মের মানুষকে আঘাত করার অধিকার দেয়নি। বরং ইসলামের দায়িত্ব অন্য সব ধর্মের মানুষের জানমাল রক্ষা করা।

পিরোজপুর সদর আসনের এ সাংসদ আরও বলেন, বর্তমান সরকার ইসলামের কল্যাণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। প্রত্যেকটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, মসজিদের ইমামদের কল্যাণে ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া রাষ্ট্রেরও দায়িত্ব সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা যা বর্তমান সরকার করছে।

দুর্নীতির সাথে জড়িতদের সতর্ক করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের ব্যাপারে খুবই কঠোর। এক্ষেত্রে নিজের ঘনিষ্ঠ আত্মীয়দেরও কোনো ছাড় দিচ্ছেন না জানিয়ে মন্ত্রী বলেন, এ অভিযান উপজেলা পর্যায়েও পৌঁছাবে ।

ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম সা’দ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জ এর ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *