fbpx
হোম আন্তর্জাতিক ইসরাইল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
ইসরাইল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইসরাইল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

0

ইহুদিবাদী ইসরাইল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে আমেরিকা। গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরাইলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, ইসরাইল থেকে ১২০ জনের সেনা দলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরাইলে গিয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরইমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের জানান, ইসরাইলের মিত্রদের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে, ইসরাইল সফর না করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। চলমান যুদ্ধপরিস্থিতির কারণে তারা এই আহ্বান জানাচ্ছে বলে পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *