fbpx
হোম আন্তর্জাতিক ইরান-সৌদি আরব গোপন বৈঠক
ইরান-সৌদি আরব গোপন বৈঠক

ইরান-সৌদি আরব গোপন বৈঠক

0

তীব্র প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে গোপনে আলোচনার কথা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান আল সাউদ রোববার বলেছেন, ২১ শে সেপ্টেম্বর চতুর্থ দফা আলোচনা হয়েছে। তবে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সমস্যার সমাধান করা সম্ভব। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে রিয়াদে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ইরানের সঙ্গে এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন বোরেল। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনা কোথায় হয়েছে, কারা প্রতিনিধিত্ব করেছেন সে বিষয়ে বিস্তারিত বলেননি। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অনেক ইস্যুতে পরস্পরের বিরোধী অবস্থানে রয়েছে এই দুটি দেশ।

২০১৬ সালে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়। এরপর এপ্রিলে আবার আলোচনা শুরু হয়েছে। ইরানের সংস্কারপন্থী সাবেক প্রেসিডেন্টের অধীনে এই আলোচনা শুরু হয়। প্রথম তিন দফা আলোচনা হয় ইরাকে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য এ আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২৩ শে সেপ্টেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *