fbpx
হোম আন্তর্জাতিক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হামাসের অভিনন্দন
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হামাসের অভিনন্দন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হামাসের অভিনন্দন

0

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে এক বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইরানের বার্তা সংস্থা ‘ফার্স’ এর বরাতে জানা যায়, হামাসের বার্তায় বলা হয়েছে, “ইরানে সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সেদেশের জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।”

এছাড়াও এ বার্তায় হামাস ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র জন্য আল্লাহর দরবারে দোয়া করছে বলে জানা যায়। সে সাথে ইরানকে বরাবরের মতো ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

এদিকে কঠোর পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ বিজয়কে ‘ঐতিহাসিক’ ও ‘প্রবল আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।

ইরানে গত ১৮ জুন শুক্রবার ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।শনিবার এ নির্বাচনের শতকরা ৯০ ভাগেরও বেশি ভোট গণনার পর আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসিকে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।তিনি এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন যা গৃহীত ভোটের প্রায় ৬২ শতাংশ।

৬০ বছর বয়সী রাইসি বর্তমানে দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতো রাইসিও দাবি করেন, বিশ্বনবী হযরত মুহম্মদের (সাঃ) বংশধর তিনি। বিশ্বনবীর রক্তসম্পর্কিত উত্তরাধিকার হওয়ার কারণে সবসময় কালো রঙের পাগড়ি পরেন তিনি

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *