fbpx
হোম আন্তর্জাতিক ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া ১১ দলীয় জোট !
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া ১১ দলীয় জোট !

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া ১১ দলীয় জোট !

0

আগামী ২৬শে মার্চ রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে লংমার্চ করবে পাকিস্তানের বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

তার আগে ইমরান খান ও পিডিএম নেতাদের মধ্যে চলছে বাকযুদ্ধ। কাশ্মীরে ভারতীয় দখলদারিত্ব বন্ধে ইমরান ব্যর্থ হয়েছেন বলে তাদের অভিযোগ। এ জন্য তাকে জবাবদিহিতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। তাকে ‘পুতুল প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করা হয়েছে।

জবাবে কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ইমরান খান। তিনি শুক্রবার কোটলিতে র‌্যালি করেছেন। সেখানে বিরোধীদের উদ্দেশে তিনি বলেছেন, তাদেরকে কোনো এনআরও (ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স) বা দণ্ড মওকুফ করা হবে না।

এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে আরো বলা হয়, পিডিএম নেতারা মুজাফফরাবাদের র‌্যালিতে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতের কথা মেনে চলছে বলে অভিযোগ করেন। তাদের অভিযোগ, এ কারণে হিমালয় উপত্যাকায় ২০১৯ সালের আগস্টে ভারত তার দখলদারিত্ব বৃদ্ধি করতে সাহস পেয়েছে।

বিরোধী দলের এসব সমালোচনার জবাব দিয়েছেন ইমরান। তিনি বলেছেন, যেকোন চুক্তির জন্য প্রস্তুত আছি। কিন্তু লুটেরাদের আমি কখনোই এনআরও সুবিধা দেবো না। বিরোধী দল যেখানেই চায়, তাদেরকে লংমার্চ আয়োজনে সহায়তা করবো। কিন্তু তাদেরকে এনআরও সুবিধা দিতে পারবো না।

শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সভানেত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, কাশ্মীরে ভারতীয় সম্প্রসারণ বন্ধে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, পাকিস্তানে স্বৈরাচারদের শাসনের সময়ও ভারত এমন সাহস দেখানোর কথা চিন্তা করেনি। মরিয়ম আরো বলেন, ভারতকে উপযুক্ত জবাব দিতে কেন ব্যর্থ হয়েছে আমাদের সরকার। আপনাদের নীরবতাই প্রমাণ করে আপনারা দোষী। কাশ্মীরিদের পক্ষে কথা বলতে কেন ব্যর্থ হয়েছেন আপনি? আপনার পররাষ্ট্রনীতি কি?

মরিয়ম নওয়াজ আরো বলেন, এখন ইমরান খানের সরকার বড়দের দিয়ে পিএমএনএলের ওপর চাপ দিচ্ছে সংবিধান সংশোধনে রাজি হতে। এমনটা করা হলে আসন্ন সিনেট নির্বাচনে ভোট পদ্ধতিই পাল্টে যাবে। তাই আমি ও সাবেক প্রধানমন্ত্রী মিয়া নওয়াজ শরীফ বলেছি, এই ভুয়া সরকারকে সহযোগিতা করবো না। তাতে আমাদের সিনেটে আসন যদি কমে যাও, যাক।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, কাশ্মীরকে বিক্রি করে দিতে দেয়া হবে না এই পাপেট সরকারকে। একজন ‘সিলেক্টেড’ প্রধানমন্ত্রী ভারতের মোদির উপযুক্ত জবাব দিতে পারেন না। পিটিআইয়ের শাসনের অধীনে কাশ্মীরে অপ্রত্যাশিত অভিযান চালিয়েছে ভারত। কাশ্মীর ইস্যুতে এই সরকার সাবেক জেনারেল পারভেজ মোশাররফের ফরমুলা অনুসরণ করছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *