fbpx
হোম আন্তর্জাতিক ইতালির দেড় কোটি মানুষ কোয়ারেনটাইনে !
ইতালির দেড় কোটি মানুষ কোয়ারেনটাইনে !

ইতালির দেড় কোটি মানুষ কোয়ারেনটাইনে !

0

ইতালিতে ১ কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেনটাইনে রাখা হচ্ছে । দেশটিতে একদিনের ব্যবধানে প্রাণ হারালেন ৩৬ জন; নতুনভাবে আক্রান্ত ১২শ’র বেশি ।

এদিকে রেডজোন হিসেবে ঘোষণা করা হয়েছে লোমবার্ডি প্রদেশকে । সেখানে এক কোটি মানুষের বসবাস । তালিকায় বাণিজ্যিক রাজধানী মিলান, ভেনিস’সহ রয়েছে আরও ১১টি প্রদেশ । সিদ্ধান্তটি এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ বহাল থাকবে । দেশটিতে ভাইরাসে প্রকোপে প্রাণ হারিয়েছেন ২৩৩ জন, আক্রান্ত ৬ হাজারের কাছাকাছি ।

অন্যদিকে ইরানেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৫ জনে; লাফিয়ে বাড়ছে সংক্রমণও । যুক্তরাষ্ট্রে ১৯ জনের মৃত্যু হয়েছে ভাইরাসে । বিশ্বের ১০২টি দেশে ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬শ’ মানুষ; আক্রান্ত লাখের বেশি।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *