fbpx
হোম আন্তর্জাতিক ইতালিতে আরও ৩৪৯ জনের মৃত্যু
ইতালিতে আরও ৩৪৯ জনের মৃত্যু

ইতালিতে আরও ৩৪৯ জনের মৃত্যু

0

করোনা ভাইরাসে ইতালিতে আরও ৩৪৯ জনের মৃত্যু ।

২৪ ঘণ্টায় ৩৪৯ জনের মৃত্যু খবর দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণের মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৫৮। জানা যায়, নতুন করে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৩ জন। সবমিলিয়ে ইতালিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৮২০।

এদিকে ইতালির সব শহরের প্রবেশদ্বারে সেনা মোতায়েন করা হয়েছে। এক শহর থেকে অন্য শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। শহরে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এরপরও যারা অকারণে বাইরে বেরোচ্ছেন তাদের জরিমানা গুণতে হচ্ছে, পড়তে হচ্ছে শাস্তির মুখেও। রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে সফরের সুযোগ রয়েছে।

গত ডিসেম্বরে কোভিড-১৯ চীনের উহান শহরে ধরা পড়ে। এ পর্যন্ত ভাইরাসটি প্রায় ১৬২ দেশে ছড়িয়ে পড়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *