fbpx
হোম আন্তর্জাতিক ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হতে গণভোট শুরু
ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হতে গণভোট শুরু

ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হতে গণভোট শুরু

0

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত চারটি এলাকায়  গণভোট শুরু হয়েছে। এই গণভোটের মধ্যদিয়ে এলাকা চারটি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চাই।

ইউক্রেন থেকে এরইমধ্যে স্বাধীনতা ঘোষণা করা দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি অঞ্চলকে রাশিয়া এরইমধ্যে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খেরসন এবং জাপোরিজিয়া এলাকায় গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই গণভোট চলবে।

লুহানস্কের রুশ সমর্থিত নেতা লিওনিদ পাসেচনিক বলেন, “আমরা সবাই গত আট বছর ধরে একটি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা এরইমধ্যে রাশিয়ার অংশ হয়ে গেছি, বাকি আছে সামান্য একটি বিষয়, সেটা হলো গণভোটে বিজয়ী হওয়া।”

এদিকে, দোনেস্কের রুশপন্থী নেতার ডেনিস পুশিলিন বলেন, “আমরা এখন বাড়িতে ফিরছি। দোনবাস এখন রাশিয়া।”

পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং প্রয়োজনীয় টেকনিক্যাল যন্ত্রপাতির অভাবে এখানে গণভোট প্রচলিত প্রথাতে হবে না। প্রথম চারদিন কর্তৃপক্ষের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করবেন এবং লোকজন শুধুমাত্র ভোটের শেষ দিনে নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন। সূত্র: পার্সটুডে

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *