fbpx
হোম বিনোদন ফরায়েজী আন্দোলন নিয়ে সিনেমা আসছে
ফরায়েজী আন্দোলন নিয়ে সিনেমা আসছে

ফরায়েজী আন্দোলন নিয়ে সিনেমা আসছে

0

ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন  দুদু মিয়া। বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন অন্যতম মহানায়ক।

আর এই আন্দোলনের নেতা দুদু মিয়ার সংগ্রাম ও জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার হলেন ডায়েল রহমান ।

কিন্তু দুদু মিয়ার পরিবার থেকে অনুমতি না পাওয়ায় সিনেমাটি নির্মাণে সময় লেগেছে সাত বছরের বেশি সময়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। তার বিপরীতে রয়েছেন উপস্থাপিকা ও ছোটপর্দার অভিনেত্রী নওশীন।

২০১২ সালের ডিসেম্বর মাসে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়। নানা কারণে চলচ্চিত্রটির চিত্রগ্রহণে বিঘ্ন ঘটে। ২০১৫ সালের ৫ ডিসেম্বর শেষ হয় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ। ২০১৯ সালের ২৭ জুন চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *