fbpx
হোম আন্তর্জাতিক আশরাফ গনিকে গ্রেফতারের দাবি জানালেন বিসমিল্লাহ খান
আশরাফ গনিকে গ্রেফতারের দাবি জানালেন বিসমিল্লাহ খান

আশরাফ গনিকে গ্রেফতারের দাবি জানালেন বিসমিল্লাহ খান

0

দেশের সাধারণ মানুষকে চরম প্রতিকূলতার মধ্যে ফেলে পালিয়ে গিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। সেজন্য তাকে গ্রেফতারের দাবি তুললেন আফগানিস্তানের প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী।

গত রবিবার কাবুলের দখল নেয় তালেবান। সেদিনই দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গনি। পরে তিনি সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে জানান, “রক্তের বন্যা রুখতে আমাকে দেশ ছাড়তে হল। আমি চরম প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি দুর্গে লুকিয়ে থাকলে তালেবানরা কাবুলে হামলা করত। অনেক সাধারণ মানুষকে মেরে ফেলত।”

প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতে প্রশাসনিক ক্ষমতা দখল অনেকটাই সহজ হয়ে যায় তালেবানদের। যা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের বিসমিল্লাহ খান মোহাম্মদী। টুইট করে তিনি লিখেছেন, “যারা নিজের দেশকে নিয়ে ব্যবসা করে এবং মাতৃভূমিকে বিক্রি করে দেয় তাদের শাস্তি পাওয়া উচিত। ওই সকল ব্যক্তিকে গ্রেফতার করা উচিত।” পোস্টে হ্যশট্যাগ দিয়ে মোহাম্মদী লিখেছেন, “গনিকে গ্রেফতার করুক ইন্টারপোল”।

একই দাবিতে সোচ্চার হয়েছে তাজিকিস্তানের আফগান রাষ্ট্রদূত। গনির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। বুধবার তাদের পক্ষ থেকে বলা হয় যে ১৬৯ মিলিয়ন ডলার নিয়ে আফগানিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গনি। অবিলম্বে তাকে গ্রেফতার করুক ইন্টারপোল।

সংযুক্ত আরব আমিরাত থেকে বুধবার রাতের দিকে একটি ভিডিও বার্তা দিয়েছেন গনি। সেখানে তিনি জানিয়েছেন যে আফগানিস্তানে ফেরার বিষয়ে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। সুবিচারের জন্য তার লড়াই জারি রয়েছে। দেশ ছাড়তেই আমরুল্লা সালেহ নিজেকে আফগান প্রেসিডেন্ট বলে দাবি করেন। তিনি গনির ডেপুটি ছিলেন। প্রেসিডেন্টের অবর্তমানে ওই পদে তারই বসার কথা। সংবিধান উল্লেখ করে ওই দাবি করেছিলেন সালেহ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *