fbpx
হোম আন্তর্জাতিক আল-আকসায় লাউড স্পিকার স্থাপন করলো ইসরায়েল !
আল-আকসায় লাউড স্পিকার স্থাপন করলো ইসরায়েল !

আল-আকসায় লাউড স্পিকার স্থাপন করলো ইসরায়েল !

0

ইসরায়েলি সেনারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণের উত্তর ও পশ্চিম দেয়ালে নতুন করে লাউড স্পিকার স্থাপন করেছে।

গত বুধবার  আন্তর্জাতিক আইন ও মুসলিমদের প্রচণ্ড আপত্তি উপেক্ষা করে তারা এই কাজ করে। মুসলিমরা বলছে, এতে তাদের নামাজ ও ইবাদত মারাত্মকভাবে বিঘ্নিত হবে। ইসরায়েলি সেনারা নামাজের সময় বিভিন্ন ঘোষণা ও নির্দেশনা দিয়ে থাকে।

জর্দান এই ঘটনাকে ইসরায়েলের ‘ধারাবাহিক বিশৃঙ্খলা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দায়ফুল্লাহ ফায়েদ বলেন, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য স্থাপনায় ইসরায়েলি বাহিনীর অযাচিত এই আচরণ দায়িত্ব জ্ঞানহীন এবং তা বিশ্বের মুসলিমদের অনুভূতিকে আহত করবে।

২০১৭ সালের পর এই পর্যন্ত ইসরায়েল আল-আকসা প্রাঙ্গণে তিনটি লাউড স্পিকার সেট স্থাপন করেছে। ফলে তারা মসজিদের ভেতরে ও বাইরে একযোগে ঘোষণা প্রচার করতে পারে।

তাছাড়া ফায়েদ আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন ও ইসরায়েলের আন্তর্জাতিক আইন অমান্য করার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *