fbpx
হোম জাতীয় আরো কার্যকর স্বাস্থ্যখাত গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
আরো কার্যকর স্বাস্থ্যখাত গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

আরো কার্যকর স্বাস্থ্যখাত গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী দিনে কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারীর মতো বিভিন্ন মারাত্মক রোগ মোকাবেলার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতকে আরো কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার বিকেলে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের উদ্ভাবনী কৌশল নিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আগামী বছরগুলোতে করোনাভাইরাসের মতো সংকট মোকাবেলায় একটি অধিক কার্যকর স্বাস্থ্য খাত গড়ে তুলতে হবে।

চিকিৎসা পেশাকে খুবই চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখনো আরো দক্ষ মানবসম্পদ বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সিং স্টাফ এবং চিকিৎসা প্রযুক্তিবিদদের প্রয়োজন’।

রাষ্ট্রপ্রধান বলেন, যদিও আমরা স্বাস্থ্যসেবা খাতে অসাধারণ সাফল্য অর্জন করেছি, কোভিড মহামারী আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কিছু ত্রুটিও উন্মোচিত করেছে।

রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মহামারীর তৃতীয় দফা সংক্রমনের সময়, যেখানে অনেক উন্নত দেশ তাদের অত্যন্ত দক্ষ স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকা সত্ত্বেও ব্যাপকভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে, তখন বাংলাদেশ যথেষ্ঠ দক্ষতার সাথে সংকট কাটিয়ে ওঠতে সক্ষম হয়েছে।

স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ সফলতা ও দক্ষতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *