fbpx
হোম আন্তর্জাতিক আরও ৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান বাঁদুড়ের দেহে !
আরও ৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান বাঁদুড়ের দেহে !

আরও ৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান বাঁদুড়ের দেহে !

0

বাঁদুড়ের দেহে নতুন আরও ৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন মিয়ানমারের বিজ্ঞানীরা।

তবে নতুন এই ছয় ধরনের করোনা ভাইরাস মানুষসহ অন্য প্রাণীর মধ্যে ছড়াতে পারে কিনা তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। লাইভ সায়েন্স অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত একটি গবেষণা গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ব্রিটেনভিত্তিক ‘প্লোস ওয়ান’ জার্নালে প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে বিজ্ঞানীরা বাঁদুড়ের মধ্যে ওই নতুন ছয় ধরনের করোনা ভাইরাস খুঁজে পেয়েছেন। প্রাণী থেকে ক্ষতিকর কোন কোন ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে তা জানতেই গবেষণাটি চলছে। এতে অর্থায়ন করছে খোদ মিয়ানমার সরকারই।

মহামারী নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ ভাইরাসটিও করোনা ভাইরাস পরিবারের সদস্য। বিজ্ঞানীরা সর্বশেষ কোভিড-১৯ সহ এখন পর্যন্ত মানুষের শরীরে করোনা ভাইরাস পরিবারের মোট সাত ধরনের ভাইরাসের সন্ধান পেলেন। মিয়ানমারের গবেষকরা ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১১ প্রজাতির ৪৬৪টি বাঁদুড়ের লালা ও মল সংগ্রহ করেন। দেশটির তিনটি অঞ্চল থেকে মূলত এই নমুনা সংগ্রহ করা হয়। বিজ্ঞানীরা বাঁদুড়ের লালা ও মলের নমুনার জীনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করেন এবং মানুষের শরীরে পাওয়া করোনা ভাইরাসগুলোর সঙ্গে মিলিয়ে দেখেন।

তবে বাঁদুড়ের মধ্যে নতুন পাওয়া ছয় ধরনের করোনা ভাইরাসের সঙ্গে মানুষের শরীরে পাওয়া কোভিড-১৯, সার্স বা মার্স করোনা ভাইরাসের জিনগত খুব একটা মিল নেই। নতুন করোনা ভাইরাসগুলো তিন প্রজাতির বাঁদুড়ের মধ্যে পাওয়া গেছে। এর মধ্যে গ্রেটার এশিয়াটিক ইয়েলো প্রজাতির বাঁদুড়ের মধ্যে পাওয়া গেছে প্রেডিক্ট-কোভ-৯০ ভাইরাস।

রিনকেল-লিপড ফ্রি-টেইলড প্রজাতির বাঁদুড়ের মধ্যে পাওয়া গেছে প্রেডিক্ট-কোভ-৪৭ ও প্রেডিক্ট-কোভ-৮২ ভাইরাস। এছাড়া হর্সফিল্ডস লিফ-নোজড প্রজাতির বাঁদুড়ের মধ্যে পাওয়া গেছে প্রেডিক্ট-কোভ-৯২, প্রেডিক্ট-কোভ-৯৩ ও প্রেডিক্ট-কোভ-৯৬ ভাইরাস।

তবে নতুন এই ছয় ধরনের করোনা ভাইরাস মানুষসহ অন্য প্রাণীর মধ্যে ছড়াতে পারে কিনা তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন মিয়ানমারের গবেষকরা। তাছাড়া ভাইরাসগুলো যদি মানুষের শরীরে ছড়ায় তাহলে তার প্রভাব কী হতে পারে তা নিয়ে গবেষণার প্রয়োজন আছে। কারণ কোভিড-১৯, সার্স এবং মার্স ছাড়া আরও যে চার ধরনের করোনা ভাইরাস মানুষের শরীরে পাওয়া গেছে সেগুলো ততটা ক্ষতিকর নয়।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *