fbpx
হোম আন্তর্জাতিক আরও এক মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে, তীব্র নিন্দা
আরও এক মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে, তীব্র নিন্দা

আরও এক মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে, তীব্র নিন্দা

0

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইউরোপের মুসলিম দেশ কসোভো যে সিদ্ধান্ত নিয়েছে সেটার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। গতকাল শনিবার (৫ আগস্ট) আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত কায়রোতে তার এক বক্তব্যে এ নিন্দা জানান।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, বলকান অঞ্চলের দুই প্রতিদ্বন্দ্বী দেশ সার্বিয়া এবং কসোভার মধ্যে একটি শান্তি চুক্তি সইয়ে আমেরিকা মধ্যস্থতা করেছে। একটি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হওয়ার ২ যুগ পর এই দুই দেশ একটি চুক্তিতে পৌঁছালো। তবে এই চুক্তিতে দু’টি অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সার্বিয়া বলেছে যে, তারা তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে অধিকৃত জেরুজালেমের আল কুদসে নিয়ে যাবে। মুসলিম অধ্যুষিত কসোভাও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারাও দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং একই সঙ্গে তারা ইসরায়েলের স্বীকৃতির পর জেরুজালেমের আল কুদসে তাদের নিজস্ব দূতাবাস স্থাপন করবে।

এ নিয়ে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত কসোভোর এ সিদ্ধান্তকে ‘ভ্রান্ত’ এবং ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বিরোধী’ বলে মন্তব্য করেছেন। ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও’র নির্বাহী কমিটির সচিব সায়েব এরকাতও সার্বিয়া ও কসোভোর এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি অভিলাষ পূর্ণ করতে ফিলিস্তিনি জনগণকে বলির পাঠা বানাচ্ছেন।

 

সূত্র : পার্সটুডে

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *