fbpx
হোম প্রবাস আমিরাতে ট্রাক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু
আমিরাতে ট্রাক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

আমিরাতে ট্রাক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

0

সংযুক্ত আরব আমিরাতে আল আইনের আল কোয়া নামক স্থানে ট্রাক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি  রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন। গত রবিবার নিহত মুহাম্মদ নজরুল ইসলাম তার মালিকানাধীন কার ওয়াশের দোকানে প্রতিদিনের মতো কাজ করছিলেন। আনুমানিক সকাল ৯ টার সময় একজন পাকিস্তানি পরিস্কার করার জন্য পরিত্যক্ত একটি ট্রাক দোকানের  ভেতর নিয়ে আসেন। ঐ সময় নিহত নজরুল ট্রাকের পিছনে কাজ করতে যান। প্রয়োজনের তাগিদে পাকিস্তানি ড্রাইভার ট্রাকটি আর একটু পিছনে নেওয়ার চেষ্টা করলে ট্রাকটি ব্রেক ফেল করে পিছনে দাড়িয়ে থাকা নজরুলকে দেয়ালের সাথে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই মারা যান নজরুল।

চট্টগ্রাম পটিয়ার শোভন দন্ডি আয়শাতা গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে মুহাম্মদ নজরুল দীর্ঘদিন ধরে আল আইনে সততার সাথে ব্যবসা করছিলেন বলে জানান তার বন্ধু এস এম আকবর। ১০ বছরের এক পুত্র সন্তান ও ৭ বছরের এক কন্যা সন্তানের জনক মুহাম্মদ নজরুলের লাশ আল আইনের জিমি হাসপাতালে রয়েছে ।

মৃত্যুর খবর শুনে দেশে ছুটিতে থাকা তার বড় ভাই লোকমান নজরুলের লাশ দেশে নিতে আমিরাতে ছুটে আসেন । এছাড়াও নিহতের আরো ৩ ভাই আমিরাতে কর্মরত আছেন ।

আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া বলেন, নিহতের লাশ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *