fbpx
হোম আন্তর্জাতিক রোহিঙ্গা সম্প্রদায়কে ১ হাজার কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা সম্প্রদায়কে ১ হাজার কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সম্প্রদায়কে ১ হাজার কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

0

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীসহ মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত  ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ১ হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকার বেশি নতুন মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিউইয়র্কে এই সহায়তার ঘোষণা দেয় দেশটি। একই দিন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই অর্থ বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯ লাখেরও বেশি শরণার্থীর একটি অংশের পাশাপাশি বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জরুরি চাহিদা মেটাতে সহায়তা করবে। বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে অনেকেই মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা রোহিঙ্গা নারী ও শিশু। এই তহবিল রোহিঙ্গা ও মিয়ানমার অন্যান্য ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সদস্যসহ সেদেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকজনকে জীবনরক্ষাকারী সহায়তা দেবে। এদের মধ্যে রয়েছে মিয়ানমার সামরিক বাহিনী এবং ‘আরাকান আর্মি’র মধ্যে লড়াইয়ে ক্ষতিগ্রস্ত মানুষ।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমার ও বাংলাদেশের এই সংকট মোকাবেলায় মানবিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবে এখনো শীর্ষস্থানে রয়েছে। ২০১৭ সালের আগস্টে সহিংসতার সূত্রপাত হওয়ার পর থেকে দেশটি এ পর্যন্ত ৫ হাজার ৬১৯ কোটি ৬০ লাখ টাকার বেশি সহায়তা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই সংকট মোকাবেলার বিপুল আর্থিক দায়ভার একা নিতে পারবে না। সাম্প্রতিক মাসগুলোতে কিছুসংখ্যক জাতিসংঘের সদস্যরাষ্ট্র এই মানবিক সহায়তা কার্যক্রমে যে অর্থ দিয়েছে আমরা তাকে স্বাগত জানাই। অন্যান্য দেশ ও অংশীজনদেরও একইভাবে সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।

প্রেস বিজ্ঞপ্তিতে মানবিক সঙ্কটে সাড়া দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টারও প্রশংসা করে দেশটি। রোহিঙ্গা শরণার্থীদের এত উদারভাবে আশ্রয় দেওয়া বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অব্যাহত মানবিক ও উন্নয়ন সহায়তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ রয়েছে বলেও জানানো হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *