fbpx
হোম আন্তর্জাতিক আমরা সামনে এগিয়ে যাচ্ছি: প্রেসিডেন্ট জেলেনস্কি
আমরা সামনে এগিয়ে যাচ্ছি: প্রেসিডেন্ট জেলেনস্কি

আমরা সামনে এগিয়ে যাচ্ছি: প্রেসিডেন্ট জেলেনস্কি

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের সামরিক বাহিনী যুদ্ধের ফ্রন্ট লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে দেওয়া ভাষণে এ দাবি করেন তিনি। খবর সিএনএনের।

জেলেনস্কির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সামনের দিকের ব্যাপারে আমি বিস্তারিত ছাড়াই বলছি। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ভূখণ্ড মুক্ত করছি।

তিনি আরো বলেন, রাশিয়ার বিতর্কিত গণভোট সত্ত্বেও খারসন, জাপোরিঝিয়া, দোনবাস, খারকিভ এবং ক্রিমিয়াসহ ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলে বসবাসকারী লোকদের সুরক্ষার জন্য কাজ করা হচ্ছে।

ভোটে নির্বাচনী কর্মকর্তারা সেনাসদস্যদের পাহারায় মানুষের বাড়িতে বাড়িতে ব্যালট বাক্স নিয়ে গেছে। শুধু মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোটকেন্দ্র খোলা হয়। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় গণভোটের এই প্রক্রিয়া কোনো স্বতন্ত্র গোষ্ঠী পর্যবেক্ষণ করেনি।

রুশপন্থী কর্মকর্তারা জানিয়েছেন, গণভোট সম্পন্ন হওয়া চারটি অঞ্চলের সবগুলোতেই সবকটি ব্যালট গণনা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী পূর্বাঞ্চলীয় ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলে গণভোট শেষ হয়েছে। রুশ দখলকৃত খেরসনের দক্ষিণাঞ্চল ও জাপোরিজ্জিয়াতেও একই ধরনের গণভোট আয়োজন করা হয়।

এই গণভোটের রায়ের মাধ্যমে এসব ভূখণ্ডকে নিজেদের অঙ্গীভূত করতে পারে রাশিয়া। ইউক্রেনীয় সরকার ও দেশটির পশ্চিমা মিত্ররা এই গণভোটকে সাজানো উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।

ধারণা করা হচ্ছে শুক্রবার রাশিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে এই চারটি অঞ্চলকে রাশিয়ায় একীভূত করার ঘোষণা দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় সামরিক অভিযানে থাকা রুশ বাহিনী এসব অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালিয়ে দখল করে নেয়।

তবে সম্প্রতি খারকিভসহ বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। পাল্টা হামলার মুখে ক্রমাগত পিছু হটছে রশ যোদ্ধারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *