fbpx
হোম আন্তর্জাতিক আফগানিস্তানে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল: ট্রাম্প
আফগানিস্তানে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল: ট্রাম্প

আফগানিস্তানে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল: ট্রাম্প

0

আফগানিস্তানে সামরিক অভিযান চালানোকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল।’

গতকাল মঙ্গলবার ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। আজ বুধবার সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছি… এতে আমাদের কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং আরও খারাপ হয়েছে। কেননা, পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।’

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর প্রসঙ্গে সাংবাদিক শন হ্যানিটির ট্রাম্পকে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প জানান, ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি, এতে আমাদের কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার নষ্ট হয়েছে। যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং চরম খারাপের দিকে গেছে। কারণ, অঞ্চলগুলোকে পুনর্গঠনের কাজ করতে হচ্ছে। সেখানে সবকিছুকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে’।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *