fbpx
হোম আন্তর্জাতিক আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

0

আরবী চন্দ্রবর্ষের প্রথম মাস মহররম, যার অর্থ অধিক সম্মানিত। কারবালার প্রান্তরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তায়ালা আনহুর মর্মান্তিক মৃত্যু দিনটিকে করেছে শোকাবহ। তবে আরো নানা কারণে দিনটি মুসলিম উম্মাহর জন্য ফজিলতপূর্ণ।

ইসলাম ধর্মের ইতিহাসে ৬১ হিজরী সনের ১০ই মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে রচিত হয় এক শোকগাঁথা। ইয়াজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করে মহানবী সা: এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রা:কে। সেই মর্মান্তিক স্মৃতি মুসলিম উম্মাহর জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার চেতনা হয়ে আছে।

তবে নানা কারণে আশুরার দিনটি তাৎপর্যপূর্ণ ছিল আগে থেকেই। এদিন আল্লাহ তায়ালা আসমান ও জমিন সৃষ্টি করেন। কেয়ামতও সংঘটিত হবে এই দিনেই। হযরত আদম আঃ দুনিয়ায় আসেন এই দিনে। আল্লাহর নবীরা নানা সমস্যা থেকে মুক্তি লাভ করেছেন এই দিনে।

দ্বিতীয় হিজরিতে শাবান মাসে রমজানের রোজা ফরজ হলে নফল হয়ে যায় আশুরার রোজা। এক বছরের গুনাহ মাফের সুযোগ থাকায় এই রোজা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ হিসেবে বিবেচিত।

মান্বিত ও তাৎপর্যপূর্ণ এই দিনটি তাই নানাভাবে পালন করে আসছে মুসলিম উন্মাহ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *