fbpx
হোম বিনোদন আজীবন সম্মাননা পাচ্ছেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী
আজীবন সম্মাননা পাচ্ছেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী

আজীবন সম্মাননা পাচ্ছেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী

0

একজন প্রিয় মানুষ গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। যার লেখা অসংখ্য গান বিখ্যাত যা আমরা অনেকেই জানিনা।

সোনা দানা দামি গহনা, অপরূপা তুমি অপরূপা, দু’চোখ আমার শত্রু হলো, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, জীবন যদি বদল করা যেত, দিন-রাত্রির হয়নারে মিলনসহ অসংখ্য গানের স্রষ্টা শহীদুল্লাহ ফরায়জী।

সেই গুনি মানুষটাকে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে আজীবন সম্মাননা দিতে যাচ্ছেন আগামীকাল বিকাল ৪টায়। স্থানঃ শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন।

মুলত ‘ভেজাল, নকল, প্রতারণামুক্ত ও পরিবেশসম্মত দেশ গঠন আমাদের স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিকবি শহিদুল্লাহ ফরায়জীকে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হবে। অনুষ্ঠানের সমন্বয়ক এস এম শফি এ তথ্য নিশ্চিত করেন।

গীতিকবি এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সম্মাননা কে না পছন্দ করে। আমার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছি। তবে আজীবন সম্মাননা এবারই প্রথম। আমার সব থেকে বেশি ভালোলাগা বেঁচে থাকতেই আজীবন সম্মাননা পাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটিকে ও এই অনুষ্ঠানের সবাইকে।’

উল্লেখ্য, সম্প্রতি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে বেশ প্রশংসা পেয়েছেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *