fbpx
হোম অন্যান্য আকাশে ৮০০ বছর পর এক বিরল দৃশ্য !
আকাশে ৮০০ বছর পর এক বিরল দৃশ্য !

আকাশে ৮০০ বছর পর এক বিরল দৃশ্য !

0

বৃহস্পতি আর শনি গ্রহ যুগলবন্দী হয়ে আলো দিয়েছে পৃথিবীকে। যে সময়ের রাতটা ছিল পৃথিবীর দীর্ঘতম রাত।

এ মহাজাগতিক ঘটনাটি ‘দ্য গ্রেট কনজাংশন অব ২০২০’ নামে পরিচিত। জ্যোতির্বিজ্ঞানীরা একে ‘ক্রিসমাস স্টার’ নামে নামকরণ করেছেন।

ঠিক ৮০০ বছর আগে ঘটেছিল এ ঘটনা। ১২২৬ সালে এভাবে এই দুই গ্রহকে খালি চোখে দেখা গিয়েছিল। এরপর শনি আর বৃহস্পতির মধ্যে এমন মহা সংযোগ ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। তারপর বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২৪০০ সাল পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও মহাকাশবিজ্ঞানের অধ্যাপক প্যাট্রিক হার্টিগানের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতি আর শনি প্রতি ২০ বছর বা তার কাছাকাছি সময় পরপর পরস্পরকে অতিক্রম করে। কিন্তু এবারের মহা সংযোগে এই দুই গ্রহ খুব কাছাকাছি অবস্থান করেছে। এর আগে ১২২৬ সালের ৪ মার্চ গ্রহ দুটি এতটা কাছে এসেছিল।

অবশ্য রাতের আকাশে ১৬ ডিসেম্বর থেকেই শনি আর বৃহস্পতি দেখা দিয়েছে। তারপর থেকে ক্রমেই গ্রহ দুটি পরস্পরের কাছাকাছি আসতে থাকে। আর গতকাল রাতে গ্রহ দুটি পরস্পরকে অতিক্রম করেছে। এসময় এরা সবচেয়ে নিকটবর্তী ছিল।

নাসার তথ্যমতে, খুব কাছাকাছি চলে আসার পরও সোমবার শনি আর বৃহস্পতির মধ্যে দূরত্ব ছিল কোটি কোটি কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন, গ্রহ দুটি এ সময় একে অপরের থেকে প্রায় ৭৩ কোটি কিলোমিটার দূরে ছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *